ফটাফট: ভোটের কাজে ব্যবহার করা যাবে না গ্রিন পুলিশ-সিভিক ভলান্টিয়ার, জানাল Election Commission ও অন্য খবর

Continues below advertisement
ব্যবহৃত জিনিসপত্র স্থান পেয়েছে বাড়ির তিনতলার সংগ্রহশালায়। সেখানেই নেতাজির (Netaji) সহযোদ্ধা আবিদ হাসানকে মরণোত্তর সম্মান দেবে নেতাজি রিসার্চ ব্যুরো। শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর সুপারিশে বনমন্ত্রীর ইস্তফা গ্রহণ, ট্যুইট ধনকড়ের। কৃতজ্ঞতা জানিয়েও মমতার বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ রাজীবের। রাজভবন থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়। কালিঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দফতরে ইস্তফা দিয়েই রাজভবনে রাজীব। রাজ্যপালের সঙ্গে এক ঘণ্টার বৈঠক। রাজীবের মন্ত্রিত্ব ত্যাগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাজীব মন্ত্রিত্ব ছাড়ার পরই বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ। ভাড়া করা নেতা নিয়ে লড়াই, পাল্টা পার্থ (Partha Chatterjee)। রাজীবের ইস্তফার দিনই তৃণমূল থেকে বহিষ্কৃত বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। বহিষ্কারের পর দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বৈশালী। ভোটের কাজে ব্যবহার করা যাবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার, জানিয়ে দিল কমিশন (Election Commission)। হিংসা মোকাবিলায় কড়া বার্তা। নিরাপত্তায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস। রাজ্যে এল কোভ্যাকসিন। জেলায় বণ্টন নিয়ে কেন্দ্রের নির্দেশের অপেক্ষা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram