ফটাফট: কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন, আপাতত স্থগিত তিনদিনের বাস ধর্মঘট

Continues below advertisement
ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্টেন্ট বসানোর তিন সপ্তাহের মধ্যে ফের বুকে ব্যথা। গ্রিন করিডোরে নিয়ে যাওয়া হল অ্যাপোলোয় (Apollo) । আজ অ্যাঞ্জিওগ্রাম। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, জানালেন চিকিৎসকরা। আজ ফের আসছেন দেবী শেঠি (Devi Shetty)। কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ। ডোনাকে ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ (Amit Shah)। খোঁজ নিলেন জয় শাহও (Jay Shah)। শিক্ষকদের আন্দোলনে বিধানসভায় ধুন্ধুমার। ভিতরে ঢোকার চেষ্টা। ভিভিআইপি গেটের ওপরে দুই মহিলা। নামাতে হিমসিম পুলিশ। দিলীপের সঙ্গে ঝাড়গ্রামের সভায় তৃণমূলকে (TMC) আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন। আজ আনা হবে সর্বদলীয় প্রস্তাব। বিধায়কদের হাজির থাকতে হুইপ জারি তৃণমূলের (TMC)। কৃষক আন্দোলনের নামে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডব। কিষাণ মোর্চা থেকে সরল দুই সংগঠন। ৩৭ জনের বিরুদ্ধে এফআইআর (FIR)। দুয়ারে সরকার থেকে পাড়ায় পাড়ায় সমাধান, ইতিমধ্যেই উপকৃত আড়াই কোটি। রিপোর্ট কার্ড প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। স্বাস্থ্যসাথীর নামে ধোঁকা দেওয়া হচ্ছে, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। আপাতত স্থগিত তিনদিনের বাস ধর্মঘট। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না 'তাণ্ডব'-র ওয়েব সিরিজের অভিনেতা ও নির্মাতারা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram