ফটাফট: সোমবার বাজেট ও যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হৃদযন্ত্রে বসানো হল আরও দুটি স্টেন্ট। মসৃণভাবেই পুরো প্রক্রিয়া হয়েছে বলে জানালেন চিকিৎসকরা। দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।
আজ কলকাতায় অমিত শাহ। শনিবার সকালে মায়াপুর হয়ে যাবেন ঠাকুরনগর। রবিবার হাওড়ার জনসভা সেরে যাবেন বেলুড় মঠ। রবিবার বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। তৃণমূলে থেকেও তো কাজ করেননি, ওখানে কী করবেন? খোঁচা সৌগতর (Saugata Roy)।
এবার বিধানসভার ভেতরেও জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির (BJP) বাধা। ওয়েলে নেমে বিক্ষোভ। ধর্ম নিয়ে শুধুই রাজনীতি, পাল্টা তৃণমূল।
বাম-কংগ্রেসকে উদ্দেশ্য করে তাপস রায়ের (Tapas Roy) কটাক্ষের বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ। বিতর্কের মুখে দুটি শব্দ কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার আশ্বাস স্পিকারের।
হিন্দিভাষীদের উদ্দেশে বার্তা মমতার (Mamata Banerjee)। হিন্দিভাষীদের জন্য তাঁর সরকারের কাজের তালিকা তুলে ধরে তাঁদের কাছে বাঙালিদের থেকেও বেশি ভোট দেওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।
ঝাড়গ্রামে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সভায় ক্ষুব্ধ মমতা। খুলল আসন রফার জট। বামেরা ১০১, কংগ্রেস লড়বে ৯২টি আসনে। বাকি আসনের দ্রুত নিষ্পত্তি, জানালেন অধীর (Adhir Chowdhury)। ২৮ ফেব্রুয়ারি জোটের ব্রিগেড। থাকতে পারেন রাহুল, ইয়েচুরি। সোমবার বাজেট ও যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৯ জন। সুস্থতার হার ৯৭.০২ শতাংশ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান। করোনা মোকাবিলায় আরও ভ্যাকসিন আনবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর (Narendra Modi)।
আজ কলকাতায় অমিত শাহ। শনিবার সকালে মায়াপুর হয়ে যাবেন ঠাকুরনগর। রবিবার হাওড়ার জনসভা সেরে যাবেন বেলুড় মঠ। রবিবার বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। তৃণমূলে থেকেও তো কাজ করেননি, ওখানে কী করবেন? খোঁচা সৌগতর (Saugata Roy)।
এবার বিধানসভার ভেতরেও জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির (BJP) বাধা। ওয়েলে নেমে বিক্ষোভ। ধর্ম নিয়ে শুধুই রাজনীতি, পাল্টা তৃণমূল।
বাম-কংগ্রেসকে উদ্দেশ্য করে তাপস রায়ের (Tapas Roy) কটাক্ষের বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ। বিতর্কের মুখে দুটি শব্দ কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার আশ্বাস স্পিকারের।
হিন্দিভাষীদের উদ্দেশে বার্তা মমতার (Mamata Banerjee)। হিন্দিভাষীদের জন্য তাঁর সরকারের কাজের তালিকা তুলে ধরে তাঁদের কাছে বাঙালিদের থেকেও বেশি ভোট দেওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।
ঝাড়গ্রামে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সভায় ক্ষুব্ধ মমতা। খুলল আসন রফার জট। বামেরা ১০১, কংগ্রেস লড়বে ৯২টি আসনে। বাকি আসনের দ্রুত নিষ্পত্তি, জানালেন অধীর (Adhir Chowdhury)। ২৮ ফেব্রুয়ারি জোটের ব্রিগেড। থাকতে পারেন রাহুল, ইয়েচুরি। সোমবার বাজেট ও যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৯ জন। সুস্থতার হার ৯৭.০২ শতাংশ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান। করোনা মোকাবিলায় আরও ভ্যাকসিন আনবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর (Narendra Modi)।
Continues below advertisement
Tags :
Vidhan Sabha Fatafat President Narendra Modi WB Polls 2021 With ABP Ananda Sourav Ganguly Farmers Protest West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda TMC WB Elections 2021 WB Election 2021 BJP WB Elections Congress WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah