ফটাফট: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৬, ভোটের মুখে জল্পনা বাড়িয়ে ইস্তফা হুমায়ুন কবীরের

Continues below advertisement
লালকেল্লা তাণ্ডবের পর এবার বিস্ফোরণে কাঁপল দিল্লি। ইজরায়েলি দূতাবাসের সামনে গাড়ি থেকে ছোড়া হল আইইডি (IED)। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের (Israel Embassy) সামনে বিস্ফোরণ।

শেষ মুহূর্তে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর বাতিল। অমিত শাহের বদলে ডুমুরজলার কর্মসূচিকে অন্য নেতা, জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মন্ত্রিত্ব, বিধায়ক পদে ইস্তফার পরে তৃণমূলও ছাড়লেন রাজীব (Rajib Banerjee)। বিধানসভায় অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র, বেরলেন মমতার (Mamata Banerjee) ছবি নিয়ে।

ভোটের আগে বিজেপির তৎপরতা। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। রাজীব, বৈশালী, প্রবীর, রথীন - একসঙ্গে চার নেতা যাচ্ছেন হাওড়ায় বিজেপির যোগদান সভায়। জল্পনা তুঙ্গে।

রাজীবের দলত্যাগের দিনেই কালীঘাটে বৈঠকে মমতা। এবার রাজনীতিতে চন্দননগরের সিপি? ভোটের মুখে জল্পনা বাড়িয়ে হঠাৎ হুমায়ুন কবীরের ইস্তফা। অনুব্রতর স্লোগানকেই হাতিয়ার করে এবার চ্যালেঞ্জ বিজেপির, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের।

কলকাতা ছাড়া ১১১টি পুরসভায় দ্রুত ভোট চায় হাইকোর্ট। সরকারের সঙ্গে কমিশনকে আলোচনা করার নির্দেশ। দুর্নীতি ধামাচাপা দিতেই ভোটে অনীহা, কটাক্ষ বিজেপির। টাওয়ার চিটফাণ্ড কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে জাদুকর পিসি সরকার (PC Sorkar)।

ভালো আছেন সৌরভ (Sourav Ganguly)। সব ঠিক থাকলে রবিবার ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৬, মৃত্যু হয়েছে ৭ জনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram