বাজেটে কোন খাতে বরাদ্দ কত? কোন কোন ক্ষেত্রে সেস? এক নজরে দেখে নিন 'ফটাফট'-এ

Continues below advertisement
গ্রামীণ পরিকাঠামো তহবিলে দেওয়া হচ্ছে ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ ক্ষেত্রে ৩ লক্ষ কোটি টাকা। স্বচ্ছ ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। কৃষি আইন বাতিলের দাবিতে টানা আন্দোলন, বাজেটে গ্রামোন্নয়নে ৪০ হাজার কোটি, কৃষি ঋণে সাড়ে ১৬ লক্ষ কোটি বরাদ্দ। লিটার প্রতি পেট্রোলে আড়াই টাকা, ডিজেলে চার টাকা সেস, বাড়বে না দাম, দাবি নির্মলার। করোনাকালে স্বাস্থ্য পরিকাঠামোয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) ভ্যাকসিন। বরাদ্দ ১৩৭ শতাংশ বৃদ্ধি। খরচ হবে ২ লক্ষ ২৩ হাজার কোটি, টিকায় বরাদ্দ ৩৫ হাজার কোটি। এবার শেয়ার বাজারে এলআইসি (LIC), বিমায় এফডিআই (FDI) বেড়ে ৭৪ শতাংশ। দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব। সব বিক্রি করে দিয়েছে কেন্দ্র, কটাক্ষ মমতার। বাজেটে খড়গপুর, বিজয়ওয়াড়া ফ্রেট করিডোরের প্রতিশ্রুতি। ভেকধারী সরকারের ফেক বাজেট, খোঁচা মমতার (Mamata Banerjee)। ভোটের আগে নজরে থেকেও বরাদ্দে সবার পিছনে বাংলা। ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরিতে ২৫ হাজার কোটির ঘোষণা। কলকাতা-শিলিগুড়ি সড়কের সংস্কার। বরাদ্দে এগিয়ে তামিলনাড়ু, কেরল, অসম। ভোটের আগে বাজেটে অসম, বাংলার চা শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ। মিথ্যে প্রতিশ্রুতি কেন্দ্রের দাবি মমতার। ১০ বছরে কী করেছেন? পাল্টা দিলীপ ঘোষ। বাংলার উন্নয়নই লক্ষ্য প্রধানমন্ত্রীর। রাজ্যের মানুষের কল্যাণে বিপুল বরাদ্দ। বাজেটের পক্ষেই সওয়াল অমিত শাহের (Amit Shah)। এবার অভিষেক-গড়ে তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। আজ বারুইপুরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভা। রথযাত্রার জন্য রাজ্যের অনুমতি চাইল বিজেপি। মোদি সফরের একদিন আগে ৬ ফেব্রুয়ারি নবদ্বীপে নাড্ডা। ৮ তারিখ কোচবিহার, কাকদ্বীপে অমিত শাহ। যেতে পারেন ঠাকুরনগর। ভোটের আগে সিইও দফতরে রদবদল। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অতিরিক্ত সিইওকে মুখ্য সচিবের ফোন। ফের দুর্ঘটনা মা উড়ালপুলে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram