ফটাফট: করোনা আক্রান্ত দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, দিল্লিতে আজ থেকে বাজি নিষিদ্ধ করার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের
বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। সুরক্ষামেনে চলবে মোট ৬৯৬টি ট্রেন, ট্যুইট পীযুষ গোয়েলের। তার আগে সমস্ত স্টেশনেই তুঙ্গে প্রস্তুতি। আজ ১০ জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব। কীভাবে কোভিড প্রোটোকল মানা হবে, কীভাবে হবে ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বুধবার থেকে লোকাল ট্রেন চলার আগে কিছু স্টেশনে মান্থলি পাস ইস্যুতে যান্ত্রিক সমস্যার মুখোমুখি রেলকর্মীরা। হয়রান হয়ে ফিরে গেলেন বেশ কয়েকজন যাত্রী। করোনা আক্রান্ত দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। 'আমার করোনা হয়েছে' নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসেই দাবি গরু পাচার কাণ্ডে ধৃত এনামূল হকের। হসপিটাল রোড থেকে উদ্ধার ব্যবহৃত পিপিই। নাড্ডার ডাকে দিল্লি গেলেন দিলীপ, গেলেন মুকুলও। দিল্লিতে আজ থেকে বাজি নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়াল।