ফটাফট: ২১ এ চোখ, বিজেপির ‘স্পেশাল ৫’, ১৮ নভেম্বর থেকে ৫ জেলা সফরে বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা
সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গোরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময়ে গোরু পাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। তাঁর বিপুল সম্পত্তির হদিশ। ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। শুভেন্দুকে আটকাতে তৎপর তৃণমূল। দায়িত্বে দুই সাংসদ। একজনের সঙ্গে গোপন বৈঠক। অভিষেক, প্রশান্ত নিয়ে আপত্তি মন্ত্রীর, ফের বৈঠকের সম্ভাবনা। দলেই থাকবেন, দাবি সৌগতর। বাংলা দখলে পাঁচ কেন্দ্রীয় নেতার বিশেষ দল। বিজেপির মেদিনীপুরের দায়িত্বে সুনীল দেওধর, কলকাতায় দুস্মন্ত গৌতম, রাঢ়বঙ্গ জোনে বিনোদ সোনকর, উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী। ১৮ নভেম্বর থেকে ৫ জেলা সফরে বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা। রিপোর্ট পাওয়ার পর ৩০ নভেম্বর আসতে পারেন অমিত শাহ। ভরসা নেই বাংলার নেতাদের ওপর, কটাক্ষ তৃণমূলের। বিধানসভা ভোটের আগে যৌথ কর্মসূচি নিয়ে বাম-কংগ্রেসের বৈঠকের দিনই ভাঙন সিপিএমে। বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ১০২ নং ওয়ার্ডের বিদায়ী সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর। কলকাতায় কালীপুজোর উদ্বোধন করে বাংলাদেশে মৌলবাদীদের রোষে শাকিব। খুনের হুমকির মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার। অভিযুক্ত গ্রেফতার। আপাতত উধাও শীতের আমেজ, ঊর্দ্ধমুখী পারদ।