ফটাফট: ট্যুইট করে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
আজ নবমী। আজ দিনভর পুজো। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। প্রথা মেনে শোভাবাজার রাজবাড়িরতে হোম, আরতি, বলি, বিশেষ পুজোর আয়োজন। এখানে অন্নভোগের প্রচলন নেই। তার পরিবর্তে চাল, কলা, দুধ, মিষ্টি আর সন্দেশ দিয়ে দেবীকে ভোগ নিবেদন। ট্যুইট করে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অষ্টমীতে সুরুচি সঙ্ঘে চাঁদের হাট। একসঙ্গে অঞ্জলি দিলেন নুসরত, মিথিলা, সৃজিতরা। রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা তবে কমল মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে ফের এক চিকিৎসকের মৃত্যু। করোনা আক্রান্ত সস্ত্রীক শ্রীজাত। অষ্টমীর রাতে বাগনানে শ্যুটআউট। করোনা আবহে আরও বাড়ল আয়কর রিটার্নের সময়।
Continues below advertisement