ফটাফট: ২৬/১১-র ধাঁচে ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা, কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজদের হামলা, সঙ্গে অন্য খবর
আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চালু করতে চায় রেল। কবে থেকে শুরু? বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালুতে জোর সরকারের। সব স্টেশনে দাঁড়াবে না লোকাল ট্রেন। দাঁড়িয়ে নয়, বসেই যেতে হবে যাত্রীদের। করোনাকালে রাজ্যের কাছে প্রস্তাব রেলের। ১০ থেকে শুরু করে ২৫ শতাংশ ট্রেন চালানোর ভাবনা। লোকাল ট্রেনের ক্ষেত্রেও কি মেট্রোর মতো ই-পাস চালু করা হবে? সে সম্ভাবনা কার্যত নই বলেই ইঙ্গিত মুখ্যসচিবের কথায়। ডিসেম্বর থেকে কলেজে শুরু ক্লাস। করোনা আবহে কবে থেকে খুলবে স্কুল? প্রস্তুতি শুরু সরকারের। প্রয়োজনে ভাগে ভাগে স্কুলে আনার ভাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ৪ হাজার ছুঁইছুঁই। ৫৭ জনের মৃত্যু। সুস্থতার হার প্রায় ৮৯ শতাংশ। প্রশাসনিক কর্তারা রাজনৈতিক দলের হতে পারেন না। দার্জিলিঙের ডিএম-এসপির সঙ্গে বৈঠকে বার্তা রাজ্যপালের। সেই সঙ্গে রাজ্যে নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুললেন ধনকড়। সমর্থন বিজেপির। রাজনৈতিক নেতার মতো বিবৃতি। কটাক্ষ তৃণমূলের। দিল্লি থেকে বুধবার রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একসঙ্গে ৬ জেলার জেলাশাসকের বদলি। ২৬/১১-র ধাঁচে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা। অন্তুত ৭ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজদের হামলা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা গেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে সৌমিত্রবাবুর স্নায়বিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন।