ফটাফট: আজ থেকে বন্ধ কেদারনাথ মন্দির, কোভ্যাকসিনের তৃতীয় দফার হিউম্যান ট্রায়াল শুরু, সঙ্গে অন্য খবর
নজরে একুশের বিধানসভা ভোট। একুশের রণকৌশলে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ বৈঠক। কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের। বারাসাতে চায়ে পে চর্চায় গিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গুজরাতে যা হয়েছিল, এখানে হতে দেব না। পাল্টা ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদে রাজনৈতিক জমি চাষ করেছেন শুভেন্দু অধিকারী, পাশে দাঁড়ালেন আরেক তৃণমূল বিধায়ক। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। প্রশান্ত কিশোর তাঁর কাজ করবেন, আমরা আমাদের। পাল্টা বক্তব্য জেলা সভাপতির। বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন ট্যুইট প্রধানমন্ত্রীর। অভিনন্দন বার্তা তেজস্বী যাদবের। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১২। ৫৩ জনের মৃত্যু। সুস্থতার হার ৯১ শতাংশ। কোভ্যাকসিনের তৃতীয় দফার হিউম্যান ট্রায়াল শুরু হল। রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট। আজ থেকে বন্ধ হল কেদারনাথ মন্দির।