ফটাফট: দুর্নীতি নিয়ে বাকযুদ্ধে Paresh Pal ও Sadhan Pandey, রাজ্যে শীতের আমেজ, সঙ্গে অন্য খবর
কে ভাইপো? ক্ষমতা থাকলে নাম নিন। Kailash Vijavargiya-কে আক্রমণ Kunal Ghosh-র। পিসি বললে কাউকে বোঝাতে হয় না, পাল্টা খোঁচা Dilip Ghosh-র। Mukul Roy-কে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের। ইলিশ উৎসব থেকে প্রমোটিং-তোলাবাজি, Sadhan Pandey-র নিশানায় Paresh Pal। কেন চুপ শীর্ষ নেতৃত্বর? প্রশ্ন ক্রেতা সুরক্ষা মন্ত্রীর। দুর্নীতিতে অভিযুক্ত সাধনই, পাল্টা পরেশ। আমন্ত্রণ বিতর্কে বিজেপির বিজয়া সম্মেলনী বয়কট শোভনের। বৈশাখী ফোন তোলেননি, দাবি দিলীপের। ফোন আসেনি, পাল্টা বৈশাখী। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ পার্থর। আসছে অনুব্রত ভ্যাকসিন, কটাক্ষ সায়ন্তন বসুর। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক বামেদের, জেলায় জেলায় মিছিল। আন্দোলন না করলে ঐক্য হয় না, দাবি Biman Basu-র। ইস্যুতে সমর্থন, ধর্মঘটে নয়, পাল্টা পার্থ। এসি ঘরে বসে ভোট জেতা যায় না, বিস্ফোরক গুলাম নবি আজাদ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৫৯১, মৃত্যু হয়েছে ৪৯ জনের। আগামী মাসেই কলকাতায় শুরু NICED-র কোভ্যাকসিন ও স্কুল অফ ট্রপিক্যালের কোভো ভ্যাক্সের ট্রায়াল। রাজ্যে শীতের আমেজ। বাড়তে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা চিকিৎসকদের। মান্ধের সেক্টরে ভারতীয় আকাশসীমায় পাক ড্রোন। নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি।