ফটাফট: নাশকতার ছক! বিহারে নির্বাচনে ঔরঙ্গাবাদে মিলল জোড়া আইইডি ও অন্য খবর

Continues below advertisement

করোনা আবহে আজ বিহারে বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। "ভঙ্গুর অর্থনীতিতে দুর্ভোগে জনতা," বিহারের ভোটের আগে মোদিকে খোঁচা সনিয়ার। পাল্টা কটাক্ষ মোদির। মুখে মাস্ক, থার্মাল স্ক্রিনিং, অচেনা ভোট বিহারের। ঔরঙ্গাবাদে মিলল জোড়া আইইডি। নিষ্ক্রিয় করল সিআরপিএফ। ভোটারদের সাবধানতা অবলম্বন করতে বলে ট্যুইট প্রধানমন্ত্রীর। তিনি লিখেছেন, ভোটারের কাছে আমার অনুরোধ, কোভিডের জন্য সাবধানতা অবলম্বন করুন। গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ সুনিশ্চিত করুন। ২ গজ দূরত্বের বিষয়টি মনে রাখুন। ট্যুইট রাহুল গাঁধীরও। তিনি লিখেছেন, এবার ন্যায়, রোজগার এবং কৃষক-মজদুরদের জন্য কেবলমাত্র মহাজোটের পক্ষেই হোক আপনার ভোট। সকালে সল্টলেকে এফডি ব্লকে আগুন লেগে পুড়ে ছাই মণ্ডপ। সোমবারের বুলেটিনের নিরিখে দৈনিক মৃত্যু, সংক্রমণে দেশের দুই নম্বরে রাজ্য। সামান্য স্বস্তি দিল মঙ্গলবারের রিপোর্ট। ৪০০০-র নিচে নামল সংক্রমণ, কমল মৃত্যু, বাড়ল সুস্থতা। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। এরপর উত্তর ২৪ পরগনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram