ফটাফট: তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, গ্রিস, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, আহত কমপক্ষে ৭০৯, সঙ্গে অন্য খবর
আজ উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে আজ রওনা হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উত্তরবঙ্গে গিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। সাংবিধানিক পদের মধ্যে সীমাবদ্ধ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।
নাড্ডা নন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরই দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দুদিনের সফরে প্রথমে বর্ধমান ও পরের দিন কলকাতায় দলীয় বৈঠক করবেন অমিত শাহ। শিল্পের খোঁজে রাজ্যে বাণিজ্য সম্মেলনে উদ্যোগী বিজেপি। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার চেষ্টা, দাবি স্বপন দাশগুপ্তের।
রাজনীতিতে অনভিজ্ঞ, তাই হাস্যকর চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে ফের রদবদলের জল্পনা। মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগে আজ ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির কর্মক্ষমতার উন্নতি হওয়ায় তাঁর তৃতীয়বার ডায়ালিসিস করার প্রয়োজন হয়নি। অভিনেতার ভেন্টিলেশন নির্ভরশীলতা কিছুটা কমেছে বলে খবর বেলভিউ সূত্রে। বিশ্বে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু, কমল দৈনিক সুস্থতা। বাংলায় কমেছে স্কুলছুট, দাবি এক স্বেচ্ছাসেবী সংস্থার। তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, গ্রিস। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, আহত কমপক্ষে ৭০৯ জন।