ফটাফট: ‘পক্ষে যুক্তি না সাজিয়ে ক্ষতে মলম দিন’, পাগড়ি-কাণ্ডে রাজ্যকে ট্যুইট-খোঁচা রাজ্যপালের, সঙ্গে অন্য খবর
সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ হবে মস্তিস্কের এমআরআই। চিকিৎসকদের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ছাড়াও অভিনেতার আরও কিছু শারীরিক সমস্যা। সামনেই উৎসবের মরসুম কিন্তু তা সত্ত্বেও কঠোরভাবে মানতে হবে করোনা বিধি। নাহলে হাতের বাইরে চলে যেতে পারে সংক্রমণ, দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। পুলিশ ও স্বরাষ্ট্রদফতর বলবিন্দর সিং-র সঙ্গে অমানবিক আচরণ ধামাচাপা দিতে ব্যাস্ত, পক্ষে যুক্তি সাজানোর থেকে ক্ষতে মলম দেওয়া প্রয়োজন, ট্যুইট রাজ্যপালের। মনে করালেন জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ফেরানোকে। পাগড়িকাণ্ডে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা একটি রাজনৈতিক দলের। ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। দোষ আড়ালের চেষ্টা, কটাক্ষ দিলীপের। গন্ডগোল পাকানোর চেষ্টা, আক্রমণ তৃণমূলের। মুম্বইয়ে পাওয়ার গ্রিড বিকল। বিদ্যুৎ বিপর্যয় বাণিজ্যনগরীর বড়ো জায়গা জুড়ে। বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বিপর্যস্ত গোরেগাঁও, আন্ধেরি, ঠানে।