ফটাফট: ‘পাগড়িকাণ্ডে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা’, ট্যুইট স্বরাষ্ট্র দফতরের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হল আরও এক ইউনিট প্লাজমা। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর একাধিক কোমরবিডিটি। বেলভিউ সূত্রে দাবি, বর্ষীয়ান অভিনেতাকে যে কোনও সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে। ১৬ জন চিকিৎসকের নজরদারিতে রয়েছেন তিনি। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে ফের রেকর্ড। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৬১২, মৃত ৫৯। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ পার। সামনেই উৎসবের মরসুম, কিন্তু কঠোরভাবে মানতে হবে করোনা বিধি, পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। পাগড়িকাণ্ডে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা একটি রাজনৈতিক দলের। ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। দোষ আড়ালের চেষ্টা, কটাক্ষ দিলীপের। গন্ডগোল পাকানোর চেষ্টা, আক্রমণ তৃণমূলের। প্রপার্টি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Corona In Bengal. Turban Controversy Fatafat Soumitra Chatterjee ABP Ananda LIVE Corona Abp Ananda