ফটাফট: পার্ক স্ট্রিট থেকে উদ্ধার প্রায় দেড় কোটি টাকা, পুজোর মরসুমে রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ

Continues below advertisement

দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ। মণ্ডপে। ভিড়ে সংক্রমণের আশঙ্কায় ঐতিহাসিক রায় হাইকোর্টের। মানুষের জীবনই যেখানে সঙ্কটে, বন্ধ স্কুল, সেখানে দুর্গাপুজোর সেলিব্রেশন কীভাবে হবে? ঐতিহাসিক রায়ের পর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। পুজো অনুমতি মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোত্সব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। হাইকোর্টের রাজ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের। অতিমারি রুখতে এছাড়া আর কোনও উপায় নেই, আবেদন চিকিৎসকদের। দোকানে ভিড় এড়াতেও বার্তা রাজ্যের। পুজোর মরসুমে রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত প্রায় ৪ হাজার ছুঁইছুঁই। পুজোর পরে আরও বাড়তে পারে করোনা সংক্রমণ। এমনটাই আশঙ্কা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। উন্নতির গতি ধীর হলেও ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র  চট্টোপাধ্যায়। এসএসকেএমে মৃত্যু বিজেপি নেতার। তৃণমূলের হামলার জেরেই মৃত্যু বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের ঘটনা। পার্ক স্ট্রিটের এলিয়ট রোড থেকে উদ্ধার প্রায় দেড় কোটি টাকা। উধাও বাড়ির মালিক। টাকার উৎস জানতে পারেনি বাড়ির লোকজন। চিন্তনে সেরা পুজোর শারদ সম্মান পেল জগৎ মুখার্জি পার্ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram