‘এবার বাংলা, পারলে সামলা’, এনডিএ-র বিহার-জয়ের পর নতুন স্লোগান তুললেন দিলীপ, আরও খবর 'ফটাফট'

Continues below advertisement

নানা অসুবিধা নিয়ে প্রথম দিনে ট্রেনযাত্রা। কিন্তু সাড়ে সাত মাসের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে খুশি সাধারণ মানুষ। ভিড় কমাতে বেশি সংখ্যক ট্রেন চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর।আজ ভবানী ভবনে রেল-রাজ্য বৈঠক।

করোনাকালে এবার হবে না দশম-দ্বাদশের টেস্ট। সরাসরি পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। টেট নিয়েও ঘোষণা করেন তিনি। রাজ্য পুলিশের তিন নতুন ব্যাটেলিয়ন ঘোষণার কথা জানালেন মুখ্যমন্ত্রী।


বিহারে জয় পেয়ে ধন্যবাদজ্ঞাপন নরেন্দ্র মোদির। হত্যার রাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা মোদির। বিহারে জয়ের পর রাজ্য বিজেপির নতুন স্লোগান, ‘এবার বাংলা পারলে সামলা’। ‘সামলে তো নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পাল্টা ফিরহাদ হাকিম। শুভেন্দু-জল্পনার মধ্যে ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার।


কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ ৬ কয়লা ব্যবসায়ীকে নোটিস আয়কর দফতরের। এবার কেন্দ্রের নজরদারির আওতায় অনলাইন নিউজ পোর্টাল, নজরে ওটিটি।      

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram