ফটাফট: করোনা আবহে জানুয়ারিতেই হরিদ্বারের কুম্ভমেলা, জগদ্ধাত্রী পুজোয় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, সঙ্গে অন্য খবর
জানুয়ারিতেই হরিদ্বারে হবে কুম্ভমেলা। বদল হবে না রীতি-নীতিতে। জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এবারে কুম্ভমেলা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত হবে মেলার মেয়াদ বৃদ্ধি নিয়ে।
বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী। আজ Khatra-য় প্রশাসনিক জনসভা। মঙ্গলবার Administrative Meeting। সাংসদ-বিধায়কদের কাদা ছোড়াছুড়ি আটকাতে সফর, কটাক্ষ Dilip Ghosh-র। নিজের দল সামলান, পাল্টা Partha Chatterjee। "কে ভাইপো? ক্ষমতা থাকলে নাম নিন।" Kailash Vijavargiya-কে আক্রমণ Kunal Ghosh-র। "পিসি বললে কাউকে বোঝাতে হয় না", পাল্টা খোঁচা Dilip Ghosh-র। ইলিশ উৎসব থেকে প্রমোটিং-তোলাবাজি, Sadhan Pandey-র নিশানায় Paresh Pal। কেন চুপ শীর্ষ নেতৃত্বর? প্রশ্ন ক্রেতা সুরক্ষা মন্ত্রীর। দুর্নীতিতে অভিযুক্ত সাধনই, পাল্টা পরেশ। আমন্ত্রণ বিতর্কে বিজেপির বিজয়া সম্মিলনী বয়কট শোভনের। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ পার্থর। উত্তরপ্রদেশে (Uttar Pradesh)আজ থেকেই খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চলবে ক্লাস। সর্বাধিক ২০০ জন পড়ুয়া থাকতে পারবেন ক্লাসে। জানুয়ারিতেই হরিদ্বারের কুম্ভমেলা। ক্লাসে। অন্যদিকে করোনা মোকাবিলায় আশার আলো। আমেরিকায় ১১ বা ১২ ডিসেম্বর থেকেই পাওয়া যাবে ভ্যাকসিন (Vaccine)। মার্কিন সংস্থা ফাইজারকে (Pfizer)ছাড়পত্র FDA-র। হোয়াইট হাউসের তরফ থেকেও জানানো হয়েছে একথা।