ফটাফট: কুলগামে নিহত ২ জঙ্গি, এবার গুজরাতে বন্ধ গরবা, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

শারীরিক অবস্থার অবনতি। আইটিইউতে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। ওঠানামা করছে রক্তচাপ, কমেছে অক্সিজেনের মাত্রা, বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। পরপর তিনদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড। উদ্বেগ বাড়িয়ে তিনদিনই কমল সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৭৩। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। হেস্টিংস থানায় কৈলাস, মুকুল, লকেটদের বিরুদ্ধে এফআইআর দায়ের। হাওড়ায় এফআইআরে তেজস্বী। ভয় পেয়ে এফআইআর, কটাক্ষ বিজেপির। অন্যদিকে ৩ অক্টোবরই মণীশ শুক্লকে খুনের ছক, মিছিলেই হামলার পরিকল্পনা। পুলিশের কড়াকড়িতে বানচাল, জেলেই ধৃত সুবোধ যাদবের সঙ্গে শার্প শ্যুটার নাসিরের পরিচয়ের দাবি। দুর্গাপুজোয় সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাল 'ফোরাম ফর দুর্গোৎসব'। পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত ফোরামের অন্তর্গত পুজো কমিটিগুলির। করোনাকালে খাবারে এবার আরও কড়া পুরসভা। করোনা পরিস্থিতিতে এবারে বন্ধ গুজরাতে গরবা উৎসব। কুলগামে নিহত ২ জঙ্গি। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। চলতি অর্থবর্ষে দেশের জিডিপি সংকুচিত হতে পারে সাড়ে ৯ শতাংশ, পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram