ফটাফট: লাদাখে মোতায়েন ৬০ হাজার চিনা সেনা, ‘সেনা সরাতে হবে চিনকে’, স্পষ্ট অবস্থান ভারতের, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৯১ জন। মৃত ৬২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ। বিশ্বে কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু। প্লাজমা থেরাপির পর ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টিমে দুই সরকারি চিকিত্সকের অন্তর্ভূক্তি। করোনাকালে প্রায় ৭ মাস পর খুলল অসমের কামাখ্যা মন্দির। করোনা বিধি মেনেই পুজো দিতে হবে ভক্তদের। সকাল ৮টা থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে বন্ধ থাকবে গর্ভগৃহ। লাদাখে এলএসিতে ৬০ হাজার সেনা মোতায়েন চিনের। আর বরদাস্ত নয়, লড়তে হবে একসঙ্গে, হুঁশিয়ারি মার্কিন বিদেশ সচিবের। ভারতের পাশে থাকার আশ্বাস। সেনা সরাতে হবে চিনকে, স্পষ্ট অবস্থান ভারতের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram