ফটাফট: আজ মহাসপ্তমী, শাস্ত্রমতে ষোড়শ উপাচারে দুর্গাপুজো শুরু, কাল থেকেই আবহাওয়ার উন্নতির পূর্বাভাস, সঙ্গে আরও খবর
Continues below advertisement
আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে ষোড়শ উপাচারে দুর্গাপুজো শুরু। যাবতীয় আচার অনুষ্ঠান শুরু সকাল থেকেই। আজ সকালে কলাবউ স্নান। ঘট স্থাপন করে দুর্গার প্রাণপ্রতিষ্ঠা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন। সাবেকিয়ানা থেকে থিম, উত্সবের রোশনাই বাংলা জুড়ে।
Continues below advertisement