ফটাফট: মাদক মামলায় ফের দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন, সঙ্গে অন্য খবর

রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে সিদ্ধান্ত নিতে আজ রাজ্য-রেল বৈঠক নবান্নে। বৈঠকের আগে রাজ্যকে চিঠি পূর্ব রেলের। স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত রেল। আগে এই নিয়ে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যকে। ৩ দিন হতে চলল অথচ এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। মাইথন ও পাঞ্চেৎ জলাধার বন্ধ করা হলেও ধুঁকছে জল। দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে যাওয়ায় জল সঙ্কট দেখা দিতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রস্তুতি সেরে রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে জলের পাউচ। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। মাদক মামলায় ফের দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন। উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে সমর্থনের ঘোষণা মায়াবতীর। বনগাঁর গোপালনগর এলাকা থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। মানিকতলায় একটি কাঠের গুদামে আগুন, হতাহতের কোনও খবর নেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola