ফটাফট: দিনের শুরুতেই একসঙ্গে ফটাফট দেখে নিন রাজ্য-দেশের গুরুত্বপূর্ণ সব খবর
শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই আজ মেদিনীপুরে মমতার (Mamata Banerjee) জনসভা। সভায় অধিকারী পরিবারের কেউ থাকবেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
একদিন পেছল বিজেপি সভাপতির বঙ্গ সফর। মঙ্গলবারের বদলে বুধবার আসছেন JP Nadda। যাবেন ভবানীপুর, ডায়মন্ড হারবার।
আজ বিজেপির Uttarkanya অভিযান। সাঁড়াশি আক্রমণ হবে, হুঁশিয়ারি সায়ন্তন বসুর। গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল।
ফের নাম না নিয়ে পিসি-ভাইপোকে আক্রমণ Kailash Vijayvargiya-র। চম্বলের ডাকাত ঠিক করবে কে কাকে ভোট দেবে? নাম না নিয়ে পাল্টা কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের।
বাংলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত, রোহিঙ্গারা কী? পাল্টা আক্রমণ বিজেপির।
Dilip Ghosh-র আম মন্তব্য ঘিরে তুঙ্গে শুভেন্দু জল্পনা। নিজের গাছে আম হয় না, তাই অন্যের দিকে তাকায়। কটাক্ষ Partha Chatterjee-র।
তৃণমূলের শেষের শুরু, কটাক্ষ অধীর চৌধুরীর। পটাশপুরের সভা থেকে ফের Dilip Ghosh-র নিশানায় পুলিশ। গ্রেফতার করা হোক, পাল্টা তৃণমূল।
কৃষি আইনের প্রতিবাদে অব্যাহত কৃষক আন্দোলন। ধর্মধটকে সমর্থন কংগ্রেস, বাম ও আপের। বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরিতে এবার ভাড়ায় মিলবে সরকারি হাসপাতাল। দেওয়া হবে ৩০০ বা ৩০০-র বেশি বেডের হাসপাতাল।