Morning Headlines: আজ মেদিনীপুরে Mamata Banerjee-র সভা, মুখ খুলবেন শুভেন্দুকে নিয়ে? সঙ্গে অন্য খবর
TMC-BJP-র সংঘর্ষে রণক্ষেত্র শ্রীরামপুর। বিজেপি নেতার দেহরক্ষীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা হামলার দাবি বিজেপির। অবস্থানে Kalyan Banerjee। পটাশপুরের সভা থেকে ফের Dilip Ghosh-র নিশানায় পুলিশ। গ্রেফতার করা হোক, পাল্টা Saugata Roy। অরবিন্দ হতে চাইছেন মোদি, বারুইপুরের সভা থেকে তৃণমূলের নিশানায় মোদি। বাংলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত, রোহিঙ্গারা কী? পাল্টা আক্রমণ বিজেপির। একদিন পেছল বিজেপি সভাপতির বঙ্গ সফর। মঙ্গলবারের বদলে বুধবার আসছেন JP Nadda। যাবেন ভবানীপুর, ডায়মন্ড হারবার। আজ বিজেপির Uttarkanya অভিযান। বহিরাগত বিতর্কে এবার উত্তপ্ত গয়েশপুর। মহুয়া মৈত্রের সামনেই শহর তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ। আবেগে বিক্ষোভ, মন্তব্য সাংসদের। আজ মেদিনীপুরে মমতার (Mamata Banerjee) সভা। খড়গপুরে গাড়ি থামিয়ে কথা বললেন দলীয় কর্মীদের সঙ্গে। পটাশপুরে দিলীপের বাইক মিছিল। উত্তরবঙ্গে গুরুঙ্গয়ের প্রত্যাবর্তন। এক সপ্তাহে পাহাড়ে সভার হুঙ্কার। বিজেপিকে আক্রমণ। বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরিতে এবার ভাড়ায় মিলবে সরকারি হাসপাতাল। দেওয়া হবে ৩০০ বা ৩০০-র বেশি বেডের হাসপাতাল। নীতিগত সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের।