ফটাফট: ৯৩-তে পা আডবাণীর, বাসভবনে গিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সঙ্গে আরও খবর

Continues below advertisement

তিরানব্বইতে পা দিলেন লালকৃষ্ণ আডবাণী। আজ তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ষীয়ান নেতাকে প্রণাম করার পাশাপাশি, তাঁকে কেকও খাইয়ে দেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসে প্রথমেই কোভিড নিয়ন্ত্রণ, বর্ণবৈষম্য দূর করার মতো ইস্যুগুলির দিকে নজর দেওয়া হবে। আজ ডেলাওয়ারে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে তাঁর প্রথম বক্তৃতায় ঘোষণা করলেন জো বাইডেন। তিনি বলেন, কোভিডকে নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অর্থনীতিকে মেরামত করা সম্ভব নয়। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। পাশাপাশি এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে মায়ের স্মৃতিচারণ। তিনি বলেন, উনিশ বছর বয়সে যখন তাঁর মা প্রথম আমেরিকায় এসেছিলেন, তখন এইদিনটির কথা তিনি ভাবতে পারেননি। বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যা কমল। বেহালায় রায়বাহাদুর রোডের আদর্শপল্লিতে পুকুরে ডুবে মৃত্যু। এটি আত্মহত্যা নাকি, দুর্ঘটনা, তা জানতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। পাটুলির কাছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজে বাধা, ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরের অভিযোগ। ঠিকাদার সংস্থার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কাজে বাধা দিচ্ছেন এক স্থানীয় বাসিন্দা। গতকাল রাতে কাজ চলাকালীন এক ডাম্পারচালক ও সুপারভাইজারকে তিনি মারধরও করেন বলে অভিযোগ। কলকাতায় শীতের আমেজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram