ABP News

ফটাফট: তৃণমূলে যোগ বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের;মিহিরের 'অনাস্থা', জবাব তৃণমূলের, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

জল্পনার অবসান। অবশেষে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্স জো বাইডেন। প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভোট দিন বা না দিন, আমি সবার প্রসিডেন্ট। ভোটে জয়ের পরেই ট্যুইট বাইডেনের। অন্তরাত্মা রক্ষার লড়াই ছিল এই ভোট, বললেন কমলা হ্যারিসের। বিহারের মসনদে কে? এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ-র সঙ্গে মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এলজেপি। বিহারের তৃতীয় দফায় এড়ানো গেল না অশান্তি। গুলি করে খুন। অমিত শাহ ফিরতেই বিজেপিতে ভাঙন। গেরুয়া শিবির থেকে তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার প্রাক্তন সহ-সভানেত্রী। কিছু যায় আসেনা, পাল্টা দিলীপ ঘোষ। মূলে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক-সহ একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। বিজেপিকে রুখতে মমতার লড়াইয়ে সঙ্গী হওয়ার দাবি। বাদুড়িয়া থাকবে কংগ্রেসেরই, চ্যালেঞ্জ অধীরের। ফেসবুক পোস্টে দলীয় নেতৃত্বকে নিশানা, মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের। কালীপুজোর আগে কলকাতায় চাঁদার জুলুম। এসএসকেএম হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীর গাড়িতে কাঁটা পুলিশের। নো পার্কিং জোনে থাকায় গাড়িতে কাঁটা লাগানো হয় বলে দাবি পুলিশের। লেকটাউনের ভিআইপি রোডে মর্মান্তিক দুর্ঘটনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram