ফটাফট: জম্মু কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ত্রিপুরার বাঙালি জওয়ান, সঙ্গে আরও খবর

জম্মু কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল। সেনার গুলিতে মৃত্যু ৩ জওয়ানের। গুলির লড়াইয়ে নিহত ত্রিপুরার বাঙালি জওয়ান। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন, স্বস্তির ইঙ্গিত প্রবাসী ভারতীয়দের। বাড়তে পারে এইচ ওয়ান বি ভিসার সংখ্যা, উঠতে পারে গ্রিন কার্ডের কোটাও। ১৯ বছর যখন তাঁর মা এসেছিলেন তখন এই দিনটার কথা ভাবতে পারেননি, জানালেন কমলা হ্যারিস। হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে ডিভোর্স মেলানিয়ার। ছেলে ও নিজের জন্য  ট্রাম্পের অর্ধেক সম্পত্তি দাবি বিবাদেই বিচ্ছেদ জল্পনার সূত্রপাত। সংবাদপত্র ডেইলিমেল সূত্রে খবর। জয়ে নয় কোনও অবাঞ্ছিত আচরণ, নির্দেশ আরজেডির। নোটবাতিলে কমেছে কালো টাকার পরিমাণ, নোট বাতিলার চার বছর পূর্তিতে ট্যুইট নরেন্দ্র মোদির, তোপ রাহুল গাঁধীর। তৃণমূলের উত্থানে শুভেন্দুর অবদান অনস্বীকার্য, বিদ্রোহ স্বাভাবিক, মত অধীরের। কিছুদিন পর তৃণমূলের কেউ থাকবে না, কটাক্ষ দিলীপের। শুভেন্দু তৃণমূলেই আছে, পাল্টা কল্যাণ। সিঙ্গুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের কাটমানিতেই আলুর দামবৃদ্ধি, অভিযোগ দিলীপের, মজুতদারদের রমরমায় দামবৃদ্ধি, পাল্টা তৃণমূল। মানহানির অভিযোগে দিলীপের বিরুদ্ধে এফআইআর শাসকদলের। জেল হেফাজতে মৃত্যু হল আইকোর কর্তা অনুকূল মাইতির। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫৯ জনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola