ফটাফট: ব্রিটেনে আরও ভয়াবহ করোনা, সংক্রমণ রুখতে মহারাষ্ট্রে নাইট কার্ফু, সঙ্গে অন্য খবর
বিধানসভা ভোটার আগে দল ভাঙার খেলা চলছে। কিন্তু এবার সেই ভাঙনের আঁচ এসে লাগল সংসারে। সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। তৃণমূলে যোগ দিতেই স্ত্রী সুজাতাকে ডিভোর্সের নোটিস দিলেন সাংসদ সৌমিত্র খাঁ। বোলপুরে এবার অমিত শাহর পাল্টা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৯ ডিসেম্বর তৃণমূল নেত্রীর রোড শো হবে ওই একই রুটে। অনুব্রত মণ্ডলের দাবি, সেদিন আড়াই লক্ষ মানুষের সমাগম হবে। পাল্টা বিজেপি বলছে, ভয় দেখিয়ে, পুলিশের চাপ তৈরি করে ভিড় করা হবে মুখ্যমন্ত্রীর সভায়। গৃহীত হল বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফা। বিধানসভা থেকে গেলেন রাজভবনে। জবাবে সন্তুষ্ট, জানালেন অধ্যক্ষ। বিজেপিতে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার প্রথম শুভেন্দু অধিকারীর জনসভা। ফের রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ রাজ্যপালের। উনি ডাক্তার দেখান, পাল্টা কুণাল ঘোষ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৫১৫। সংক্রমণে শীর্ষে কলকাতা। ব্রিটেনে আরও ভয়াবহ করোনা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হল ব্রিটেন-ভারতের উড়ান। সংক্রমণ রুখতে মহারাষ্ট্রে নাইট কার্ফু। দূষণ নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার, শহরে আনা হল ‘ডাস্ট ফ্রি পলিউশন কন্ট্রোল ডিভাইস’।