ফটাফট: ভিড় সামলানোই চ্যালেঞ্জ, ষ্টেশনের বাইরে অটোতে ওঠার আগেও থার্মাল স্ক্রিনিং, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
কলকাতা থেকে জেলা, বিধি মেনে ছুটছে ট্রেন। লম্বা লাইন টিকিট কাউন্টারে। ভিড় সামলানোই বড় চ্যালেঞ্জ। ট্রেন যাত্রীদের অটোতে তোলার আগে থার্মাল স্ক্রিনিং করছেন অটো চালকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভা ভোটে জয়ী এনডিএ। তবে জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতেছে বিজেপি। গতবারের মতো এবারেও বিহারের ফার্স্ট বয় সেই লালু প্রসাদের দল আরজেডি। তৃতীয় হয়েও ফের মসনদে নীতিশ কুমার। বিহারে তিন নম্বরে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ। তাঁদের মহাজোটে আহ্বান করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর ট্যুইট, "বিজেপি সংঘের সঙ্গ ছাড়ুন। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচান। ধর্মনিরপেক্ষ মহাজোটে সামিল হন। কর্ণাটক থেক এনআইএ-র হাতে গ্রেফতার লস্কর জঙ্গি।
Continues below advertisement