ফটাফট: 'আপনাদের অবস্থাও বিনয় কোঙারের মতো হবে', বললেন শুভেন্দু; 'সব খেয়ে বোঝাপড়া!', বিক্ষুব্ধদের বার্তা মমতার, সঙ্গে আরও খবর
বিধায়ক পদ ছেড়ে শুক্রবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জলপাইগুড়ির সভা থেকে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সভা থেকেই বিজেপিতে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। শুভেন্দু জল্পনার মধ্যেই ইস্তফা পূর্ব মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদকের। "ফিরহাদের সঙ্গে কথা হয়নি, ফোন করেছিলেন অভিষেক, অরূপ। শুক্রবার সময় দিয়েছেন দলনেত্রী।" আসানসোলের জন্য বরাদ্দে অনড় থেকেই জানালেন জিতেন্দ্র (Jitendra Tiwari)। মঙ্গলবারের বৈঠক নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন তিনি। রাজ্য সফরে এসে ২০ তারিখ শান্তিনিকেতনে যাবেন অমিত শাহ। অমিত শাহের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের কাছে আবেদন। মার্চের শেষে কলকাতায় পুরভোটের সম্ভাবনা। তিন দিনের সফরে কাল রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গো-রক্ষা আইন নিয়ে কর্ণাটক বিধানসভার ধুন্ধুমার। মাদক মামলায় অর্জুন রামপালকে ফের সমন এনসিবি-র।
Tags :
Bengal ElecHtion 2021 Fatafat ABP Ananda LIVE Abp Ananda WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Elections 2021 WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Elections Mamata Banerjee