ফটাফট: ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন ফ্রান্স ও জার্মানিতে, সঙ্গে অন্য খবর
অষ্টমীর রাতে গুলিবিদ্ধ বাগনানের বিজেপি নেতা। গতকাল এনআরএসে মৃত্যু। বিজেপির অভিযোগ, বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজ বাগনানে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগনানে মোতায়েন র্যাফ, জলকামান। রয়েছেন হাওড়া গ্রামীণের পদস্থ পুলিশকর্তারা।
অষ্টমীতে রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু কলকাতায়। পিটিয়ে মেরেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। সঠিক তদন্তের দাবি তৃণমূলের। আজ দিল্লিতে অমিতের সঙ্গে বৈঠক রাজ্যপালের। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, একুশের প্রস্তুতিতে ফের বাংলায় নাড্ডা। ৬ নভেম্বর বর্ধমান, ৭ নভেম্বর মেদিনীপুরের বৈঠক। কর্মীদের উদ্দেশে দিতে পারেন ভার্চুয়ালে বার্তা। একুশের ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল। ভাঙল দিলীপ-সুব্রত জুটি। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অমিতাভ চক্রবর্তী।
সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু নোদাখালি থানার আইসির। ফের লকডাউন ফ্রান্স ও জার্মানিতে।