ফটাফট: করোনা আক্রান্ত শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি, বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সঙ্গে অন্য খবর
দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সুস্থতা। কমল দৈনিক সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ফের আমেরিকা, ব্রাজিলকে টপকে এক নম্বরে ভারত। আমেরিকা দ্বিতীয় স্থানে, ব্রাজিল রয়েছে তিন নম্বরে। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১ হাজার ৮৭১ জন। একদিনে মৃত ১ হাজার ৩৩। ফের রাজ্য মন্ত্রীসভায় করোনার থাবা। আক্রান্ত শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক গতকাল রাতে সাড়ে ১০ টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। সূত্রের খবর, হালকা জ্বর, শ্বাসকষ্ট রয়েছে তাঁর। করোনা আক্রান্ত দিলীপ ঘোষের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দেশের ভৌগলিক বিস্তার ও বৈচিত্র্য অনুযায়ী ভ্যাকসিন মজুত ও বণ্টন করতে হবে। হাতে এলেই পৌঁছে দিতে হবে দেশের বিভিন্ন প্রান্তে। ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর। বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। কমল সংক্রমণ ও সুস্থতা। করোনায় সাড়া বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৮ হাজার ২১৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৬ হাজার ৬৭। বাড়িওয়ালার সঙ্গে বিবাদের জেরে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে খুন ভাড়াটে। গ্রেফতার বাড়িওয়ালা সহ ৭। গতকাল রাতে ঘটনাটি ঘটে ট্যাংরার ৩৮ নম্বর ডি সি দে রোডে। পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার গয়না গায়েব হওয়ার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। লকার থেকে গয়না উধাও হওয়ার নেপথ্যে ব্যাঙ্ক কর্মীদের একাংশের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।