ফের প্রকাশ্যে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে ‘স্বজনপোষণ’, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী
Continues below advertisement
ফের প্রকাশ্যে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে ‘স্বজনপোষণ’। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী। মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ঘটনা। সভানেত্রীর ৩ আত্মীয়ের নামে ক্ষতিপূরণের টাকা। টাকার কথা জানতাম না, জানামাত্রই ফেরত দিয়েছি। দাবি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর। পঞ্চায়েতের এক নির্দল সদস্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। স্বজনপোষণের অভিযোগ অস্বীকার নির্দল সদস্যের। টাকা পেয়েছি, সরকার চাইলে ফেরত দেব, জানালেন নির্দল সদস্যের ভাইপো।
Continues below advertisement
Tags :
Favouritism In Relief Corruption In Relief ABP News Live Bengali Mathurapur ABP Ananda LIVE Abp Ananda TMC