ফটাফট: 'Abhishek Banerjee বাংলার ভাইপো, উনি কাঁথির ভাইপো', শুভেন্দুকে কটাক্ষ কুণালের ও অন্য খবর

Continues below advertisement
দমকলের ২৭টি ইঞ্জিনের (Fire Engine) চেষ্টাতেও পুড়ে ছাই বাগবাজার ঝুপড়ি। শীতের রাতে গৃহহীন কয়েকশো। পাশের বহুতল, মায়ের বাড়ির একাংশেও আগুন। পুড়ে ছাই আসবাব, নথি। পালিয়ে বাঁচলেও গৃহহীন মানুষ। বাগবাজারে মায়ের বাড়ির অফিসে আগুন। আগুন নেভাতে হাত লাগালেন মহারাজরা। ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারাও। পুড়ে ছাই আসবাব, গুরুত্বপূর্ণ নথি। দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K.D.Singh) গ্রেফতার। বেআইনি লেনদেনের অভিযোগ। বাড়ি থেকে ১০ হাজার ডলার, ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্তের দাবি ইডির (ED)। শনিবার পর্যন্ত হেফাজত। 'কান টানলেই মাথা আসবে', কে ডি-র গ্রেফতারিতে খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, দাবি সৌগতর। শুভেন্দু-সারদার আঁতাতের অভিযোগ কুণাল ঘোষের। তৃণমূলে আরও কোণঠাসা শিশির (Sisir Adhikari)। সরানো হল পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে। জেলা সভাপতি সোমেন মহাপাত্র (Somen Mahapatra)। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ভাইপো, উনি কাঁথির ভাইপো, কটাক্ষ কুণাল ঘোষের। রাজধানীতে বার্ড ফ্লু-র সংক্রমণ। গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল হাইকোর্ট। ১৮ জানুয়ারি থেকে মেট্রোয় লাগবে না ই-পাস (E-Pass)। এখনই টোকেনের ভাবনা নেই। করোনা আবহে দেশজুড়ে পোলিও টিকাকরণ স্থগিত। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৭২৩, ১৮ জনের মৃত্যু।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram