ফিরে দেখা ২০২০: শুভেন্দুর জার্সি বদল থেকে সৌমিত্র-সুজাতার 'গৃহদাহ', বছরভর রাজ্য রাজনীতিতে হইচই কোন কোন ঘটনায়?

Continues below advertisement
বিচার সভায় নীরব কাজী, রাজনীতিতে ভেলকিবাজি। টিম পিকের প্রতি অসন্তোষ থেকে শুভেন্দু বিভ্রাট, এবছরের রাজ্য রাজনীতি সাক্ষী থাকল এমন এক ভেলকি বাজির। তৃণমূলের সঙ্গে দু'দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিকবার বৈঠক করে তাঁর ক্ষোভ কমানোর চেষ্টা চালায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং প্রশান্ত কিশোর ( Prashant Kishor)। একসময় তৃণমূলের তরফে সমস্যা মিটে গেছে বলেও দাবি করা হয়। কিন্তু বাস্তবে তা হয়নি। একে একে মন্ত্রিত্ব ও বিধায়ক পদ ত্যাগ ও শেষে তৃণমূলের সদস্যপদও ছেড়ে দেন শুভেন্দু। তারপর পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভায় (Amit Shah) যোগ দেন বিজেপিতে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram