পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি খুঁড়ে প্রচুর বন্দুকের হদিশ! মিলল বিদ্যুতের তার, টিনের কৌটোও!
Continues below advertisement
গোয়ালতোড়ে মাটি খুঁড়ে প্রচুর বন্দুকের হদিশ| জেসিবি দিয়ে মাটি খুঁড়ে ৩০টি বন্দুকের হদিশ| মাটি খুঁড়ে বিদ্যুতের তার, টিনের কৌটোরও হদিশ মিলেছে| কম্বলে মুড়ে প্লাষ্টিক দিয়ে রাখা ছিল বন্দুক| কারা বন্দুক রেখেছিল তদন্তে গোয়ালতোড় থানার পুলিশ|
চারদিকে ঘন জঙ্গল!!তার মাঝেই মাটি খুঁড়তেই, একের পর এক উঠে এল আগ্নেয়াস্ত্র!!মিলল টিনের কৌটো, বিদ্যুতের তার!!দীর্ঘ কয়েক বছর পর আবারও অস্ত্র উদ্ধার জঙ্গলমহলে!!আগ্নেয়াস্ত্র মিলল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।সম্প্রতি ঝাড়গ্রামের জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার উখলা গ্রাম লাগোয়া জঙ্গলে, জেসিবি নিয়ে যায় গোয়ালতোড় থানার পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক বন্দুক। অন্তত ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
হিংসা নেই। দীর্ঘদিন রক্তপাতেরও খবর মেলেনি জঙ্গলমহলে। কিন্তু বারুদের গন্ধহীন সেই জঙ্গলেই হঠাৎ অস্ত্রের খোঁজ মেলায় আতঙ্কে গ্রামবাসীরা।
কারা লুকিয়ে রেখেছিল এই সমস্ত অস্ত্র? খোঁজ চালাচ্ছে পুলিশ।
চারদিকে ঘন জঙ্গল!!তার মাঝেই মাটি খুঁড়তেই, একের পর এক উঠে এল আগ্নেয়াস্ত্র!!মিলল টিনের কৌটো, বিদ্যুতের তার!!দীর্ঘ কয়েক বছর পর আবারও অস্ত্র উদ্ধার জঙ্গলমহলে!!আগ্নেয়াস্ত্র মিলল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।সম্প্রতি ঝাড়গ্রামের জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার উখলা গ্রাম লাগোয়া জঙ্গলে, জেসিবি নিয়ে যায় গোয়ালতোড় থানার পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক বন্দুক। অন্তত ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
হিংসা নেই। দীর্ঘদিন রক্তপাতেরও খবর মেলেনি জঙ্গলমহলে। কিন্তু বারুদের গন্ধহীন সেই জঙ্গলেই হঠাৎ অস্ত্রের খোঁজ মেলায় আতঙ্কে গ্রামবাসীরা।
কারা লুকিয়ে রেখেছিল এই সমস্ত অস্ত্র? খোঁজ চালাচ্ছে পুলিশ।
Continues below advertisement