দেখুন: বিহারের মুঙ্গের থেকে বাংলার ভাঙড়-গোয়ালতোড়, লকডাউনে দিকে দিকে আক্রান্ত পুলিশ
Continues below advertisement
লকডাউনে পুলিশকেও সমস্যায় পড়তে হচ্ছে। যেমন বিহারের মুঙ্গেরের ঘটনা, করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আনতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। ছোড়া হল পাথর। ভাংচুর করা হলো পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কুলবেড়িয়ায় করোনা মোকাবিলায় সতর্কতামূলক প্রচারে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। আহত এসআই সহ পাঁচজন। এই ঘটনায় উত্তেজিত জনতা। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়ালতোড়ে জমায়েতে বাঁধা দেওয়ায় আক্রান্ত পুলিশ। এসআই সহআহত ৫। ভাঙচুর হয় পুলিশের গাড়িতে।
Continues below advertisement
Tags :
COVID-19 Awareness Coronavirus Awareness Munger Police Attacked Quarantine Center Coronavirus Symptoms Bihar Abp Ananda