West Bengal Election 2021: 'কবে কী হয়েছে ডাস্টার দিয়ে মুছে মন খুলে কাজ করুন', সিইওকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার

Continues below advertisement
তিন দিনের বঙ্গ সফরে নির্বাচন ফুল কমিশনের ফুল বেঞ্চ। বুধবার কমিশনের সিইও আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করে ফুল বেঞ্চ। শুক্রবার বেলা একটায় সাংবাদিক বৈঠক। জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এদিকে, আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে সুনীল আরোরা বলেছেন, 'ডাস্টার দিয়ে মুছে দিন কবে কি হয়েছে। মনপ্রাণ দিয়ে কাজ করুন।'  কমিশনের নির্দেশিকা পালন করুন। কমিশন জানে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হয়। বৈঠকে একথাও বলেছেন সুনীল আরোরা। এমনটাই সূত্রের খবর। এদিকে, রাজ্য পুলিশকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখলে তবেই অবাধ ভোট সম্ভব। দাবি কৈলাস বিজয়বর্গীয়র। অন্যদিকে, রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, মন্তব্য কুণালের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram