রাজনৈতিক আনুগত্য অবৈধ এবং অপরাধের সামিল, দার্জিলিং থেকেই পুলিশ-প্রশাসনকে একহাত নিলেন রাজ্যপাল
Continues below advertisement
রাজ্য প্রশাসনের আমলাদের ফের ট্যুইটে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। এখন দার্জিলিঙে রয়েছেন রাজ্যপাল। সেখান থেকে তিনি ট্যুইটে লেখেন, "প্রশাসনের আধিকারিকদের রাজনৈতিক আনুগত্য অবৈধ এবং অপরাধের সামিল। গণতন্ত্রকে রক্ষা করার জন্য সংবিধানের অতিরিক্ত কর্তৃত্ব যারা জাহির করেন তাদের ক্ষমতার অলিন্দ থেকে বের করে দেওয়ার সময় হয়েছে। রাজনৈতিক আনুগত্যের টুপি খুলে আইন মতো চললে তবেই তাঁরা রক্ষা পাবেন।"
Continues below advertisement
Tags :
Administrative Bureaucrats Governor Tweets ABP Ananda LIVE Governor Jagdeep Dhankar Governor Abp Ananda Mamata Banerjee