ফের রাজ্য়-রাজ্যপাল সংঘাত, রাজ্যকে আক্রমণ করতে টেনে আনলেন অপরাধ পরিসংখ্যান

Continues below advertisement
দিল্লিতে বসে, রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে, ফের অপরাধ-পরিসংখ্যানের প্রসঙ্গ টানলেন রাজ্যপাল। ৬ অক্টোবর জগদীপ ধনকড়ের ট্যুইট করা অপরাধ-পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে দাবি করে স্বরাষ্ট্র দফতর। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জগদীপ ধনকড়। জবাব দিয়েছে তৃণমূলও। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে ছ’জনের গ্রেফতারি-সহ কয়েকটি ঘটনাকে। রাজ্যের অপরাধ পরিসংখ্যান নিয়েও এদিন ফের মুখ খুলেছেন জগদীপ ধনকড়। ৬ অক্টোবর রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটারে লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী, এবছরের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে ২২৩টি ধর্ষণ এবং ৬৩৯টি অপহরণের ঘটনা ঘটেছে। সরকারি রিপোর্টে রাজ্যে নারী নির্যাতনের যে পরিসংখ্যান উঠে এসেছে, তা উদ্বেগজনক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram