Halisahar Murder: হালিশহরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৩, ধৃতেরা তৃণমূল সমর্থক, জানাল পুলিশ
Continues below advertisement
হালিশহর-কাণ্ডে গ্রেফতার তিন। তিন জন তৃণমূল কর্মী, এমনটাই খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কাঁচরাপাড়ার পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ওই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ৪ জনের নামে FIR দায়ের হয়েছিল। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই, সুমন সাহা ওরফে লাছা। প্রথম দুজনের নামে বীজপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলা পূর্বপরিকল্পিত। কোদালের বাট দিয়ে হামলা চালানো হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আজই ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। এদিকে, নাকতলা উদয়ন ক্লাবে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলা পূর্বপরিকল্পিত। কোদালের বাট দিয়ে হামলা চালানো হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আজই ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। এদিকে, নাকতলা উদয়ন ক্লাবে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক।
Continues below advertisement
Tags :
Halisahar Murder BJP Leader WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections