Rabindranath Birth Place Issue: বিদ্যাসাগরের পর এবার রবীন্দ্রনাথকে নিয়ে সরগরম তৃণমূল-বিজেপি তরজা

Continues below advertisement
রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে J P Nadda-র বেফাঁস ট্যুইটকে হাতিয়ার করে পথে তৃণমূল। আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী স্লোগান তুলে কলকাতায় মিছিল শাসক দলের। যা নিয়ে চরমে দু'পক্ষের তরজা। বিদ্যাসাগরের পর এবার রবীন্দ্রনাথ। রাজ্য রাজনীতি সরগরম আরও এক মনীষীকে ঘিরে। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে TMC-BJP-র মধ্যে। শনিবার একে ইস্যু করে প্রতিবাদ মিছিল করে শাসক দল। বিতর্কের সুত্রপাত ৯ ডিসেম্বর বেঙ্গল বিজেপি অ্যাকাউন্ট থেকে করা একটা ট্যুইটকে ঘিরে। যেখানে বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে উল্লেখ করে ট্যুইট করা হয়েছিল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram