কলকাতায় ভালবাসার গান, ভ্য়ালেটাইন্স ডে-তে মুক্তি পাচ্ছে Hariharan-এর গাওয়া মিউজিক অ্যালবাম

Continues below advertisement
ভ্য়ালেটাইন্স ডে-তে মুক্তি পাবে বিক্রম ঘোষের (Bikram Ghosh)-এর সঙ্গীত পরিচালনায় হরিহরণের (Hariharan) গাওয়া মিউজিক অ্যালবাম ইস্ক। এই অ্যালবামেরই মোট ছয়টি গানের ভিডিও পরিচালনা করছেন অরিন্দম শীল (Arindam Shil)। প্রথম তিনটি গানে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), বিবৃতি চট্টোপাধ্যায় এবং সৌরশিনী মৈত্রকে। তিনটি গান লিখেছেন সৌগত গুহ, রাজীব পাণ্ডে এবং সঞ্জীব তিওয়ারি। অ্যালবামের বাকি তিনটি গানের শ্যুটিং পরে হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram