শিরোনাম: সৌরভ না শুভেন্দু? কাকে সামনে রেখে একুশের ভোট? জল্পনা জিইয়ে রাখলেন অমিত, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
১। ২দিনের সফরের শেষে দুর্নীতি নিয়ে মমতাকে আক্রমণে অমিত শাহ।
২। মোদি জমানায় ধনীরা কীভাবে আরও ধনী? দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন তৃণমূলের। স্বজনপোষণ নিয়ে খোঁচা। বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ।
৩। ২০০ বেশি আসন নিয়ে মে মাসেই বাংলায় বিজেপির সরকার। ফের হুঙ্কার অমিতের। মানুষের ক্ষোভ দেখতে পাওয়ার দাবি। বিমান থেকে নেমেই বুঝে গেলেন, কটাক্ষ তৃণমূলের।
৪। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? জল্পনা জিইয়ে আগে আস্থা অর্জনের বার্তা অমিতের। বললেন, গড়ে তুলব সোনার বাংলা। মুখই নেই, হার নিশ্চিত, খোঁচা তৃণমূলের।
৫।দক্ষিণেশ্বরে পুজো দিয়েই অমিতের নিশানায় তৃণমূল। 'মুসলিমদের জন্য কিছু করলেই তোষণ' বললেন পাল্টা সৌগত।
৬।অমিতের সঙ্গে আলোচনার পরই বিজেপি সক্রিয় হচ্ছেন শোভন-বৈশাখী। তৃণমূলে ফেরার সম্ভাবনা খারিজ।
৭।কয়লা পাচারের সঙ্গে জড়িত অনুপ মাঝি। সাড়ে পাঁচ কোটির গয়না বাজেয়াপ্ত।
৮।তমলুকে এবার প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। পাল্টা ব্যানার অভিষেকের নামে।
৯।বুধবার থেকে শিয়ালদা ডিভিশনে প্রতিদিন ৪০০-র বেশি লোকাল ট্রেন চালানো হবে। হাওড়াতেও বাড়ার সম্ভাবনা। বাড়ছে মেট্রো।
১০।রাজ্য়ে করোনা আক্রান্ত চার হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ৩ হাজার ৯৮২। হাসপাতালে ভরতি পর্যটন মন্ত্রী।
১১। হোয়াইট হাউসের লড়াইয়ে আরও এগিয়ে বাইডেন।
১২। আজ বিহারের শেষ দফার ভোট।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram