শিরোনাম: কৃষি বিলের বিরুদ্ধে আজ থেকে রাস্তায় তৃণমূল, মাদক যোগে এবার নাম জড়াল দীপিকার

Continues below advertisement

১। মাদক-যোগে দীপিকার নাম জড়ালেন কঙ্গনা। রিয়ার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ার সহযোগী করিশ্মার কাছে ড্রাগ চাওয়ার অভিযোগ। জয়ার সঙ্গে করিশ্মাকে তলব এনসিবির।

২। কিছু আছে নাকি? দীপিকার সঙ্গে করিশ্মা প্রকাশের ৩ বছর আগের চ্যাটের সূত্র ধরে তোলপাড় বলিউড। আজ জয়া-করিশ্মার সঙ্গে শ্রুতি মোদিকেও এনসিবির হাজিরার নোটিস।


৩। রিয়ার পরে এবার এনসিবি নজরে শ্রদ্ধা কপূর, সারা আলি থেকে রকুলপ্রীত সিং। জারি করা হতে পারে সমন। শীঘ্রই ফ্যাশন ডিজাইনার সিমন খামাবাটাকেও তলবের সম্ভাবনা।


৪। যৌন হেনস্থায় অভিযুক্ত অনুরাগ। মুম্বইয়ের ওশিয়াড়া থানায় অভিযোগ পায়েল ঘোষের। পদক্ষেপ চেয়ে রূপার বিক্ষোভ। আত্মসম্মান বজায় রাখুন, অনুরাগের সমর্থনে ট্যুইট কল্কির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram