সকালের শিরোনাম: আজ রাজ্যে লোকাল ট্রেন, একে আরজেডি, দুইয়ে বিজেপি
দিনভর টানাপোড়েনের অবসান। কমিশনের ঘোষণার আগেই বিহারের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি এনডিএর। কারচুপির অভিযোগ খারিজ। উন্নয়নের পক্ষে জয়, ট্যুইট মোদির। বিহারে একক বৃহত্তম দলের স্বীকৃতি নিয়ে আরজেডি-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। কম আসনে লড়েও নীতীশ কুমারের থেকে এগিয়ে বিজেপি। ছাপ ফেলতে ব্যর্থ চিরাগ। মধ্যপ্রদেশ উপনির্বাচনে চওড়া হাসি বিজেপির। ২৮টির মধ্যে ১০টিতেই জয়ী, আরও ৯টিতে এগিয়ে উত্তরপ্রদেশে ৭টি তে জয়ী, ছাপ ফেলতে পারল না কংগ্রেস। বিহার ভোটের পরই হুঙ্কার বিজেপির। জল্পনা এবার সরাসরি সংঘাতে। মমতার ছবি ছাড়াই নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভা, পাল্টা হাজরাকাটায় ফিরহাদরা। চ্যালেঞ্জ ছুঁড়ে একই সময়ে সভা দিব্যেন্দুর। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর কৃষ্ণচন্দ্র সাঁতরা, হুগলিতে তৃণমূল বিধায়কের বিদ্রোহ। দলীয় কমিটি গঠনে ক্ষোভ। সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে লোকাল। ১৬ দফার গাইডলাইন রাজ্যের। বাধ্যতামূলক মাস্ক। ভিড় নিয়ন্ত্রণে কড়া নজর। প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম। করোনা আক্রান্ত রাজ্য পুলিশের ডিজি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৮৯১। ৫৩ জনের মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। সুস্থতার হার ৯০ শতাংশ। বাজি বিক্রি হলে ক্রেতার সঙ্গে বিক্রেতার বিরুদ্ধেও পদক্ষেপ, নির্দেশ হাইকোর্টের।