শিরোনাম : ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ, ডিজি উদ্ধত-অকর্মন্য’, কটাক্ষ রাজ্যপালের, ‘এমন সস্তা রাজ্যপাল দেখেনি’, পাল্টা সৌগত
Continues below advertisement
১।বাংলাকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বলে আক্রমণে রাজ্যপাল।
২। মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে সুর চড়ালেন রাজ্যপাল। উদ্ধত, অর্কমণ্য বলে ডিজিপিকে চড়া সুরে আক্রমণ। পুলিশ-রাজ চলার অভিযোগ। রীতি ভাঙছেন রাজ্যপালই, পাল্টা সৌগত।
৩। রাজ্যে বাড়ছে বৈদ্যুতিন নজরদারি, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রণংদেহী রাজ্যপাল। একই সুরে অভিযোগ বাম-কংগ্রেসেরও। প্রমাণ থাকলে, দিন, চ্যালেঞ্জ তৃণমূলের।
৪। বিরোধী দলনেতারও প্রশ্নের জবাব দেন না মুখ্যমন্ত্রী, সুর চড়িয়ে আক্রমণে রাজ্যপাল। এরকম সরকার আগে দেখিনি, খোঁচা মান্নানের।
৫। প্রায় ৬ মাস পরে জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৩দিনের জন্য গেলেন উত্তরবঙ্গ। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বুধবার কোচবিহার, কালিম্পং, দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক।
২। মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে সুর চড়ালেন রাজ্যপাল। উদ্ধত, অর্কমণ্য বলে ডিজিপিকে চড়া সুরে আক্রমণ। পুলিশ-রাজ চলার অভিযোগ। রীতি ভাঙছেন রাজ্যপালই, পাল্টা সৌগত।
৩। রাজ্যে বাড়ছে বৈদ্যুতিন নজরদারি, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রণংদেহী রাজ্যপাল। একই সুরে অভিযোগ বাম-কংগ্রেসেরও। প্রমাণ থাকলে, দিন, চ্যালেঞ্জ তৃণমূলের।
৪। বিরোধী দলনেতারও প্রশ্নের জবাব দেন না মুখ্যমন্ত্রী, সুর চড়িয়ে আক্রমণে রাজ্যপাল। এরকম সরকার আগে দেখিনি, খোঁচা মান্নানের।
৫। প্রায় ৬ মাস পরে জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৩দিনের জন্য গেলেন উত্তরবঙ্গ। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বুধবার কোচবিহার, কালিম্পং, দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক।
Continues below advertisement