হেমতাবাদে বিধায়কের মৃত্যু: রাসায়নিক পরীক্ষার রিপোর্টের পর পরবর্তী মতামত, রিপোর্টে উল্লেখ ময়নাতদন্তকারী চিকিৎসকের
Continues below advertisement
হেমতাবাদের মৃত বিজেপি বিধায়কের গলায় ফাঁসের কারণেই মৃত্যু। ফাঁসের দাগ একটানা নয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত। মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। তাঁদের মতে, কাউকে জোর করে মারা হলে, দাগ একটানা থাকত। কিন্তু একটানা নয় এমন দাগ, আত্মহত্যার ইঙ্গিত দেয়। গলায় ফাঁসের চিহ্ন অ্যান্টি মর্টেম, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। অর্থাত্ মৃত্যুর পর ঝোলানো হয়নি, গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বিজেপি বিধায়কের। মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। জোর করে ফাঁস দেওয়া হলে, অন্য আঘাতের চিহ্ন থাকত। প্রাথমিক মত বিশেষজ্ঞদের। রাসায়নিক পরীক্ষার রিপোর্টের পর পরবর্তী মতামত, রিপোর্টে উল্লেখ ময়নাতদন্তকারী চিকিৎসকের।
Continues below advertisement
Tags :
Tapas Kumar Basu Forensic Expert Hemtabad BJP Leader Died Uttar Dinajpur ABP News Live Bengali Post Mortem Report ABP Ananda LIVE Abp Ananda BJP