Hooghly: সরকারি সুবিধার নাম করে তৃণমূলের যোগদান সভায়, পাণ্ডুয়ায় অভিযোগ ঘিরে চাপানউতোর

Continues below advertisement
মঞ্চে বড়ো বড়ো করে লেখা তৃণমূলে (TMC) যোগদান। কথা ছিল বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেবেন অনেকে। সেইমতো আয়োজনও ছিল পুরোদস্তুর। কিন্তু হঠাৎই বেঁকে বসলেন এক মহিলা। অভিযোগ করলেন, তাঁকে ভুল বুঝিয়ে সভায় আনা হয়েছে। এরপরই তাঁকে পড়তে হল শাসানির মুখে। রবিবার পাণ্ডুয়া ফুটবল মাঠে যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেখানে পাণ্ডুয়ার বাসিন্দা এই মহিলার দাবি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের যোগদান সভায় নিয়ে আসা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram