স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ফিরিয়ে দিল একের পর এক হাসপাতাল, শিলিগুড়িতে রোগীমৃত্যুর অভিযোগ

Continues below advertisement
আচমকা ব্রেন স্ট্রোক। সময় নষ্ট না করে স্বাস্থ্যসাথীর কার্ড সম্বল করে বেরিয়ে পড়েছিল পরিবার। অভিযোগ, একটি সরকারি এবং তিনটি বেসরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি পরিষেবা। এক সপ্তাহের মাথায় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল রোগীর। শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা আব্দুল গফ্ফর। গত ৬ জানুয়ারি তাঁর স্ট্রোক হয়। পরিবারের দাবি, প্রথমেই রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ভরতি না হওয়ায় এরপর তাঁকে হিলকার্ট রোডে মুখার্জি নার্সিংহোম ও শিলিগুড়ির নেওটিয়া গেটওয়েল হেলথকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেও ফিরিয়ে দিলে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির ডিসান হাসপাতালে। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সবকটি হাসপাতাল রোগীকে ফিরিয়ে দেয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram